মাদার টেরিজা

✍️ – পূর্বাশা মিত্র

যাদবদাস লেন, শিবপুর বাজার, হাওড়া

……………………..

করুণাময়ী,মমতাময়ী,তুমিই স্নেহের মাতা,

কাছে টেনে নিলে গরীব- দুঃখীদের,তুমি তাদের ত্রাতা ।

কৈশোরে তুমি গৃহত্যাগী হলে মানব সেবার কাজে ,

হাতে তুলে নিলে সেবিকার ভার, তোমাকেই যে সাজে ।

নিপীড়িত ও বঞ্চিত মানুষের পাশে এসে তুমি দাঁড়ালে,

লড়াই করে পথ চলার সাহস তুমি জোগালে ।

অন্ধকারে দীপ জ্বালিয়ে এগিয়ে  যেতে শেখালে ,

মোহ-মায়া সব ত্যাগ করে তুমি সমাজকে ভালোবাসলে ।

মাতৃ জ্ঞানে অনাথ শিশুদের কাছে  তুমি টেনে নিলে ,

 মন প্রাণ খুলে উজাড় করে ভালোবাসা তুমি দিলে ।

শিক্ষার আলো জ্বালালে তুমি ,বোঝালে জ্ঞানের প্রকৃত অর্থ ,

নিরক্ষরদের দেখালে পথ, দিলেনা হতে জীবন ব্যর্থ ।

স্কপেজ থেকে এসেছ ভারতে,মানব সেবার তরে,

মাতৃস্নেহ সবার মাঝে দিয়েছ তুমি ভরে ।

অসহায় নারীদের আশ্রয় দিয়ে ,দিয়েছ তাদের সমাজে স্থান ,

নারী জাতির এক গর্ব তুমি,ভুলবো কি করে তোমার স্থান ।

ভারত রত্ন পেয়েছ তুমি,পেয়েছ নোবেল সম্মান,

বিশ্বদ্বারে তোমার স্নেহ ,দিয়েছে তোমাকে জননীর স্থান ।

বিশ্বজননী,মহিয়সী নারী, তুমি ঈশ্বরের তনুজা,

করুণাময়ী,মমতাময়ী,তুমিই মাদার টেরিজা ।

Loading