কবিতা – মিছে বাসর স্বপন

কলমে – শর্মিষ্ঠা ভট্টাচার্য্য

কবি পরিচিতি ঃ জন্মস্থান:  বহরমপুর, মুর্শিদাবাদ। শিক্ষা: স্নাতক, পেশা : কবি, বাচিক শিল্পী, আবৃত্তিকার ও অঙ্কন শিক্ষিকা, কাব্যচর্চা, কবিতা, অনুগল্প ও নাট্য শিল্পী,ও নৃত্যনাট্য শিল্পী । ইস্কুল জীবনে নৃত্যনাট্যে  শিল্পী হিসেবেও নাম ছিল, থিয়েটারেও বেশ কয়েকবার অংশ গ্রহণ করে ছিলাম।  সাংস্কৃতিক পরিমন্ডলে  আমার  বেড়ে ওঠা।

আজ আমার  মন ও শরীর কিছুই  ভালো নাই,

ভালো লাগছে না কবিতা লিখতে

 কি লিখব মন যে আজ        অবশ।

ঘুম ভেঙে দেখি টবে ফুটেছে গোলাপ-

সুগন্ধ ছড়াচ্ছে বাতাসে মেলি কলাপ।

ফুলে ভরা গোলাপ ব্যালকনি তে,

 সে গোলাপ আনি রাখলাম  ফুল দানিতে।

বন্ধু তুমি কোথায় আছো এসো আমার ঘরে

তোমার জন্য আমার মন কেমন  করে!

সত্যি আমি ভালো নেই

 কি করে বোঝায়

সব কিছু দেখতে পাবে আসলে হেথায়।

শোনো বন্ধু শোনো আমার একটি কথা

সত্যি আমি ভালো নেই ,

বড় বুকে  ব্যথা।

আজকের দিনে  কেটেছে কত গল্পগুজবে,

কেন আজ শুধু বয়ে যাবে বেলা সদা ভেবে ভেবে।

অতীতের ছায়া কেন এখনো  হাঁটু গেড়ে নেমে  আসে ?

আমার ফেনিল বুকের কাছে সাগরের পাশে।

করিতে চুরমার মোর হৃদি দরবার-

ভাসাতে ব্যথায় মোরে করি সব পরিহার।

নিষেধের বেড়া যবে ভেঙে গেল,

কেন মিছে বলো টুটিবে সব আগল।

ধন্য আশা কুহকিনী তোমাতেই আত্ম করি সমর্পণ,

আর না রচিব চিরকাঙ্খিত বাসর যাপন ।

নিতি নিতি কত কথা ভাসে ঠোঁটে,

মিলায় সহসা হেথা মম হৃদি পটে।

Loading