কবিতা – মাতৃভাষা

কলমে – বন্দনা ঘোষ

 

বাংলা আমার মাতৃভাষা

এই ভাষার জন্য আমি গর্বিত ,

স্বামী বিবেকানন্দের  ভাষা বাংলা

যিনি বিশ্বের দরবারে  সমাদৃত ।

রাষ্ট্রসঙ্ঘের বিচারে  বাংলা ভাষার আছে তৃতীয় স্থান ,

দুইটি স্বাধীন রাষ্ট্রের জাতীয় সংগীতে বাংলা ভাষার বিশেষ সম্মান ।

আজ ইংরেজি মিডিয়াম অনেক স্কুলে   দ্বিতীয় ভাষা বাংলা ,

 ইংরেজি শিখলে মিলবে  চাকরি  তাই বাংলা ভাষার প্রতি  এত অবহেলা ।

জানছে না তারা বিশ্ব কবি কে ,

মাইকেল আজ অপরিচিত , নজরুলের নাম হয়তো শোনেনি , বাংলা গান ও নয় সমাদৃত ।

বাংলা ভাষার এমন অবলুপ্তি

ভাবলে ব্যাথা লাগে মনে ,

জীবনানন্দের রূপসী বাংলাৱ এমন দশা হল কেমনে ?

Loading