মানুষ

কলমে- শ্রী স্বপন কুমার দাস

 [ গোপীবল্লভপুর/ঝাড়গ্রাম ]

 

মান আছে হুঁশ ও আছে

মনুষ্যত্ব বোধ টি নেই,

লোভ অহংকারের বশে

হারিয়েছে সে তার খেই।

আদর্শ কবেই নিয়েছে

ধরণীকোল থেকে ছুটি,

তাইতো আজকে সবাই

করছে সুখে লুটোপুটি।

প্রেম ভালাবাসা মমতা

মায়া সবই অথৈ জলে!

কেউ নেই ধরণীতলে

সকল গেছে অস্তাচলে।

মহীরুহ শীতল স্নেহ

চায় না কোনও মানুষ,

বৃক্ষ ছেদনে উষ্ণায়ন

বুঝেও অবুঝ বেহুঁশ।

টলমল কচু পাতার

একফোঁটা রজত কণা,

জীবন’টার সেই বাহার

সিন্ধু কোলে ভাসা ফেনা।

কখন যে মিলিয়ে যায়

কারো কভুই নেই জানা,

আসে যায় হোঁচট খায়

ঠকেও বিবেক জাগে না।

প্রকৃতির দান অগাধ

তাতে কারোর শান্তি নেই,

আরোর লোভে বরবাদ

মানুষের জীবন’টাই।

Loading