কবিতা – মা

সোনালী মুখার্জী

……………………..

দেখেছো সেই মায়ামাখা মুখখানি,

স্নেহের আঁচল ছড়ায়েছে,

এখানে ওখানো জড়ানো আছে, মায়ের স্নেহমাখানো দেহখানি।

গোয়ালে গিয়ে দেখো,

মা আছে সেথায়,

মহা যতনে করিছে দোহন।

ঐ যে বাড়ির পাশে ধানের গোলা,

রান্নার দোরে রাখা আছে মুড়ি ভাজার খোলা,

গোয়ালের দেওয়ালে আজো আছে,

মায়ের হাতের ছাপ,

এক একখানি ঘুঁটের মাপ।

ছাদে গিয়ে দেখো আচারের জার,

বড়ি শুকানোর কাপড় পাতা,

ভাবছো কী সব বলছি?

না গো না,পুকুড়ের পাড়ে ছিপটি হাতে,

জল থেকে ওঠ, এখনি বাড়িতে চল,

মায়ের শাসন,বারণ,আদর

 আজো ঐ খাবারের পাতে মায়ের নজর,

পেটটি ভরে খা,নাহলে লড়বি কেমনে?

যেদিকে তাকাই দেখিতে যে পাই

মা যে আমার দাঁড়ায়ে,

হাঁসি মাখা মুখে আজো বলে,

আয় খোকা বাড়ি আয়,

আমি যে তোর প্রতিক্ষায়।

 

Loading