কবিতা :- কলির কেষ্ট

কলমে –– আশীষ কুমার দত্ত

 

আমি রক্ষক আমি ভক্ষক

আমি আবার হ‌ই বিচারক,

আমি শাসক আমি ঘাতক

হ‌ই আবার হায় সমালোচক।

আমি বীর আমি শ্রেষ্ঠ

আমি তাই কলির কেষ্ট,

আমি স্রষ্টা আমি দ্রষ্টা

তবু হ‌ই আমি পথভ্রষ্টা।

আমি ভাঙি আমি গড়ি

অকুল সাগরে ভাসাই তরী,

জোয়ারের টানে যাই ভেসে

কুল খুঁজে পাই না শেষে।

Loading