ক্লান্ত ঢেউ
কবি – চন্দনা কুণ্ডু
ইডেন এস্টর পার্ক, ব্লক-এ/২এ,
৮৩৪ উত্তর-পূর্ব ফরতাবাদ, সাহা পাড়া
কলকাতা -৭০০০৮৪. থানা -নরেন্দ্রপুর
যখন কিছুই বলতে ইচ্ছা করছেনা বিবাগী মনে
দু-নয়নে কান্নার কাঁকন বাজছে, নিস্ফল এসময় ।
ভয় করছে , নিয়তি ভেসে আসছে কাগজের টুকরোয়
আর অদৃশ্য অদৃশ্য বলে,কেউ চিৎকার করে ছুটছে ,
প্রাণপণে দাঁড় বইছে মাঝি, এদিক ওদিক ছুটছে ।
পৃথিবী গোল, তাই ফিরে ফিরে আসছে সূর্যের দিন ।
সব মিথ্যা জেনে ফেলবো ,এই পৃথিবী যেন পাপে ভরে যাচ্ছে
পুণ্য তার সমস্ত আপেক্ষিকতা নিয়ে সাঁতার কাটছে জলে।
আমি ভাবছি ,সত্যি পথে চলে জীবনটা কাটবে এক ভাবে ।
সত্যি পতনশীল, হয়তো ঈষৎ ভেজা,অতিরিক্ত নীল ,
বাস্তব আকাশ থেকে মেঘ চুরি করে রাখে চিলেকোঠার ঘরে ।
শতজীবন ভেসে যায় জটিল পথে, যাকিছু কি সহজ ,
বাতাস আঁচড় মারছে ,ভেসে উঠছে চেনা ঢেউ সে, এখন বড়ো ক্লান্ত ।