কবিতা – ক্ষুধার্ত…!!
কলমে – শ্রী স্বপন কুমার দাস
[গোপীবল্লভপুর/ঝাড়গ্রাম]
ক্ষুধার্ত….!!
পৃথিবীর ইতিহাসে যুগের পর যুগ
শুধুই একটি কথা হয় নাই দুর,
সে রাম হোক কিংবা যুধিষ্ঠির
হোক না যে কোনও সে মহাপুরুষ।
রামায়ণ মহাভারত বেদ পূরাণ ঘেটে
পেয়েছি আমি যতটুকু…,
তার সবটার সারমর্মের একটাই রূপ।
দুমুঠো ভাতের লড়াই,
যুগের পর যুগ অবিরাম বিরাজ চরাচরে
কেউই তার সুবিচার করেনি…,
ভাববার সময়ও পায়নি
শুধু মুখে বড় বড় বুলি আওড়াতে শোনা গেছে
কাজের কাজ কেউই করেনি।
সত্যিটা যা…,
তা কেবল নিজের স্বার্থ সুবিধার কারণে
দিনের পর দিন, যত্নে আগলে রাখা হয়েছে,
ছোট্ট এই ” ক্ষুধার্ত ” শব্দটিকে..!!