কবিতা – ক্ষতবিক্ষত মানবিকতা

কলমে – কৃষ্ণকলি বেরা

আজ মনুষ্যত্ব তলানিতে ঠেকেছে,

মানুষের ক্ষুধার অন্ন কেড়ে নিচ্ছে স্বার্থান্বেষী জড়দ্গব।

হাহাকারের আর্তনাদের পূতিগন্ধ ভাসছে বাতাসে।

সত্যি‌ই কি ঈশ্বর আছেন?

মনে হয় কতগুলো স্থবির

মূর্তি ঘিরে রয়েছে মন্দির।

সেখানে ঈশ্বর কোথায়?

যদি ঈশ্বরের অস্তিত্ব থাকতো তবে দশভূজার আগমনের আগেই কেন বেজে উঠলো বিদায়ের

বাজনা। ক্ষুধার্তের পেটে

কেন এসে পড়ে হিংস্র লাথি?

জানি কোনো উত্তর নেই।থাকেনা উত্তর এসবের কোনোদিন‌ও। চোখের জলের নোনা স্বাদের

হিসেব কোথায় যেন মিশে যায় আসমুদ্র জলরাশির গভীরে,যেখানে অতলান্ত

বিবেক আর মানবিকতার

খোলোস।

Loading