কবিতা :- কে’ইবা কারা…??

কলমে –শ্রী স্বপন কুমার দাস

 গোপীবল্লভপুর/ ঝাড়গ্রাম

 

ফুঁসছে পুকুর ফুঁসছে নালা

ফুঁসছে স্রোতস্বিনীর জল,

পচা ভাদ্র বানে জমছে খেলা

ডুবছে বন জঙ্গল স্থল।

পাহড় ভেঙে খসছে বরফ

সমুদ্র গর্ভে ফুঁসছে জল,

রাস্তাঘাট থই থই সড়প

ঘরে বাইরে কান্নার রোল।

ফুঁসছে আকাশ ফুঁসছে মরু

ফুঁসছে ধরার সমীরণ,

ফুঁসছে ধরণী সবুজ তরু

দিবস রজনী সারাক্ষণ।

গ্রাম শহর শহরতলির

রাস্তায় নিশীথ জাগরণ,

মান সম্মান নারী প্রগতির

আছড়ে পড়ে ক্ষোভ জ্বলন।

ভাদ্র ও আশ্বিন শরৎকাল

নারী শক্তির উদয় কাল,

আর জি করের বেহুঁশ হাল

আধিকারিক মাথা বেতাল।

কন্যারত্ন মাতাপিতার চোখে

ফুঁসছে নয়ন বারি ধারা,

ধন্দে পুলিশ প্রশাসন বিপাকে

আসল দোষী কে’ইবা কারা…??

Loading