কবিতা – কাঞ্চনজঙ্ঘা
কলমে – কল্যাণী সরকার
বাণীপুর, উত্তর চব্বিশ পরগনা
……………………..
প্রথম পাহাড় দেখার স্বপ্ন বুকে এঁকে
ঘর ছেড়েছিলো বাঁধভাঙা উচ্ছ্বাস নিয়ে
ছোট্টো মেয়েটা,
বাড়ি ফিরে ঠাম্মার গলা জড়িয়ে
শোনাবে পাহাড়ের গল্প ।
মেঘ রোদের লুকোচুরি তে মুখ ভার হলেও
পাহাড় নিরাশ করলো না তাকে
রৌদ্রাভ শুভ্র রূপে দেখা দিলো কাঞ্চনজঙ্ঘা,
বিস্ময় ভরা চোখ তার
বাবা, কাঞ্চনজঙ্ঘা!!
তার প্রফুল্লিত উপস্থিতি তে
পাহাড়ের সঙ্গে হোলো বন্ধুত্ব,
অপার মুগ্ধতা নিয়ে বাড়ির পথে মেয়েটা,
তারপর—
একটা বিকট আওয়াজ
চারিদিকে ছড়ানো শুধু
আর্তনাদ, যন্ত্রণা, হাহাকার
তদন্তের আশ্বাস দিলো সরকার,
যারা এখনও লড়ছে মৃত্যুর সঙ্গে
তাদের পৌঁছনো হোলো হাসপাতালে,
সবার অলখ্যে সেই ছোট্টো মেয়েটা
আর তার প্রথম পাহাড় দেখার আনন্দ, ভালোলাগা গুলো
দুমড়ে মুচরে দলা পাকিয়ে মিশে গেলো মাটিতে,
ডানা মেলার আগেই তার গল্প রা
কাঞ্চনজঙ্ঘা, টয় ট্রেন, পাহাড়ি ঝর্ণা সব
মুখ থুবরে পড়লো,
মিলিয়ে গেলো সেই সুদূরে
মহা সিন্ধু র ওপাড়ে।
ঠাম্মা নিষ্পলক, প্রতীক্ষায়–