ঝঞ্ঝার নাম রেমাল

কলমে – কৃষ্ণকলি বেরা

……………………..

রেমাল কি শুধু এক ঝড়ের নাম?

রেমাল অনেক চোখের জল,

কত মানুষ বাস্তুহারা আজ

হারিয়ে তাঁদের সব সম্বল।

ফুঁসছে নদী, ফুঁসছে সাগর

অথৈ জলে স্ত্রোতের মাতন,

ভাসছে মানুষ, গবাদিপশু

জলের টানে খড়কুটোর মতন।

প্রলয়সৃষ্টির পুতুল খেলায়

এ কোন লীলা তোর হে বিধাতা,

প্রবল হুংকারে কাঁপলো আজি

ঘরহারা ওই সর্বহারা।

মে মাস মনে ধরায় ভয়

সামনের বছর আবার না জানি কি হয়,

তবে কি মে ঝড়ের জন্মমাস?

জন্ম নেয় জড় সর্বনাশ।

Loading