জামাই ষষ্ঠী
কলমে – সোনালী মুখার্জী
……………………..
বাবা,আজ আকাশের তারা,
সংসার সুখের রাখতে হত দিশাহারা,
নিজের জন্য তার ছিলো না কোনো চাহিদা,
সন্তানেরা যেন পায় সকল সুবিধা,
এই ছিল তার একমাত্র প্রার্থনা,
অফিস আর সংসার ছাড়া কিছুই জানত না।
মেয়েদের লেখাপড়া শিখিয়ে করলো পাত্রস্হ,
জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও চাইতো দেখতে
মেয়েদের মুখে হাসি,
বলত আমি সংসার,সন্তান বড্ড ভালোবাসি।
যখন আসতো জামাই ষষ্ঠী,
জামাই আদর করতো মহা সমাদরে,
ভাবতো না তার সাধ্যের বাইরে।
ধার,কর্য কত যে হতো,
কেহ রাখতো নাকো খোঁজ,
সারাদিন চলতো মহাভোজ,
বাবার মুখের হাসি তবু হতো না মলিন,
খরচ যে কত বাড়তো দিন দিন।
দিনের শেষে ফিরত জামাই উপঢৌকন নিয়ে,
কত প্রশংসা করতো জামাই,এই শ্বশুর বাড়ি গিয়ে,
আজ তো শ্বশুর নেই,মুখটা কত ভার,
তাই বলে তো বন্ধ নেই আহার,
নিজের পয়সায় করতে আয়োজন কত যে ব্যজার।
বাবা তুমি ছিলে বড্ড ভালো,
আজ বুঝি, চারিদিকে জ্বালিয়ে ছিলে আলো।
একবিংশ শতাব্দীর দ্বারে এমন কথা উচ্চারিত হয়