কবিতা – ইচ্ছে
কলমে – নীলিমা বিশ্বাস পাল
মাথার ওপর ঝলমলে রোদ্দুরে আকাশ,
নীলাকাশে ভেসে চলে সাদা মেঘের ভেলা।
আমার বড্ড সাধ হয় পাখি হয়ে আকাশে উড়তে,
নিষেধ আমি মানবো না,আজ আমি ডানা মেলেই দেবো।
আমার সঙ্গী হবে ঝোড়ো মেঘ, গাঙচিল,
কখনো বা হয়েই যাবো উড়োচিঠি,
আর ভেসেই যাবো উন্মুক্ত নীলাকাশে।
তোমরা জানো, বিহঙ্গ ডানা মেলে দুরন্ত পাখনা
আমি ও এখন এক উড়ন্ত পাখি।
নীলাকাশে ভাসতে ভাসতে চলে যাবো বহুদূরে,
মেঘেদের সাথে খুনসুটি করতে করতে পৌঁছে যাবো মেঘবালিকার ঠিকানায়।
আকাশ,মেঘ, বৃষ্টি, ঝর্না আর পাহাড়ের সাথে হবে সখ্যতা।
বন্ধুত্বের বন্ধনে মিশে যাবো অন্তহীন মায়ার সাগরে।
তোমরা কি জানো, আমি এখন ডানা ঝাপটানো পাখি।
সাদা মেঘের অন্তরীক্ষে খিলখিলিয়ে শুধুই ভেসে বেড়ায়।
দূর নীলিমায় উড়তে উড়তে সবুজ মাঠে তোমাদের কানামাছি খেলা দেখতে পাই।
খুব মজা লাগে তোমরা আমায় চিনতে পারো না ভেবে।
আমি ও ইচ্ছে ডানা মেলে আনন্দে গা ভাসিয়ে চলি।
আমার এমন সাধ তোমাদের ভালো লাগে না তাই তো!
তোমরাও এসো না,একঝাঁক পাখি হয়ে হারিয়ে যাবো মেঘেদের দলে।