কবিতা – হকার উচ্ছেদ

কলমে – মুজিবর রহমান মল্লিক

 

হকার ভাইয়ের চোখের জলে,

   ভাসে শহরের রাজপথ,

ফুটপাত জুড়ে ব্যবসা করে,

          এটা কি তাদের অপরাধ!

ফুটপাত  হবে পথচারীর,

             এটা যেমন সত্য,

ফুটপাতে ফুলের বাগান এটা কাদের জন্য?

অন্ন সংস্থানের জন্য,

          হকার ভাই করে হকারী,

শাসকের রক্ত চক্ষুর কাছে,

          এটা হলো বেআইনি ।

গরিব দেশে বেকার সমস্যা,

        কে করবে তার সমাধান,

শিল্প নাই,চাকরি নাই,

        কে করবে তার মুশকিল আসান।

সকাল থেকে রাত পর্যন্ত,

       ফুটপাতে হকারি করে দিন গুজরান,

মুক্ত করো রাজপথ,

     সরকার বাহাদুর রাতারাতি দেয় ফরমান।

গ্রামে যারা সব হারিয়ে,

      সর্বহারা শহর খোঁজে,

বাঁচার লড়াই বড় কঠিন,

          পথে বসে পেটের টানে।

যে জন গ্রামের ছিল ক্ষেতমজুর,

 সে জন আজ শহরেতে এসো হল হকার।

রাষ্ট্র যখন চোখ রাঙায়,

      এই অভাগারা বড় অসহায়।

হকার আইন কোথায় গেল,

    সেই আইন কি ফাইল বন্দি রইল।

গুন্ডা ও নেতা তোলা তোলে,

         থানা, পুলিশ মাসোয়ারা করে।

হকার ভাই কোন দিকে যাবে,

        না খেতে পেয়ে শুকিয়ে মরবে।

 

Loading