কবিতা – হে প্রকৃতি ?

কলমে – অসীম মুখার্জী

 

হে প্রকৃতি ?

তুমি রেখেছো বাঁচিয়ে পৃথিবী  !

তুমি দিয়ে গেলে শুধু

নিলেনাতো কিছু,মানবের কাছ হতে ?

শুধু দিয়ে গেলে, প্রতিদানে পেলে

যন্ত্রণা হাহাকার!

মানব এখন দানব হয়েছে,

ধ্বংসেতে মাতি শুধু উল্লাসে !

শুধু দিন দিন,আর নিশিদিন কাটিছে

নির্দ্বিধায়,আপনারে দ্যাখো হায়!!

ওগো পাহাড় নদী বৃক্ষ আজিকে

সবার বক্ষ হতে একটু একটু করে !

দানব রূপি মানব আজিকে

তব অবয়ব খন্ডিত করে, পকেট পূর্তি করে ?

কভূ প্রকাশ্যে কখনো গভীর রাতে!

যে বৃক্ষ সবার বক্ষ চালায়

চলে শ্বাস প্রশ্বাস ওঠা আর নামায় !,

তুমি দানবীর শুধু করে গেলে দান

মর্তে নির্দ্বিধায় ?

সহস্র কোটি, কোটি কোটি জীব

যত আছে এই ভবে  ?

অক্সিজেন দান করিলে বন্ধ

সকল ই পরিণত হবে ‘শবে’  !!

প্রকৃতি যবে বিদ্রোহী হয়ে

ধ্বংসে মত্ত রবে !

বাঁচিবেনা কেহ যত আছে প্রান

সাবধান হও দানব মানব নহিলে ধ্বংস হবে !!!!!!!

Loading