কবিতা – গ্রাম্যবধূ

কলমে – শর্মিষ্ঠা ভট্টাচার্য্য

কবি পরিচিতি ঃ জন্মস্থান:  বহরমপুর, মুর্শিদাবাদ। শিক্ষা: স্নাতক, পেশা : কবি, বাচিক শিল্পী, আবৃত্তিকার ও অঙ্কন শিক্ষিকা, কাব্যচর্চা, কবিতা, অনুগল্প ও নাট্য শিল্পী,ও নৃত্যনাট্য শিল্পী । ইস্কুল জীবনে নৃত্যনাট্যে  শিল্পী হিসেবেও নাম ছিল, থিয়েটারেও বেশ কয়েকবার অংশ গ্রহণ করে ছিলাম।  সাংস্কৃতিক পরিমন্ডলে  আমার  বেড়ে ওঠা।

বিকেল বেলা পুকুর থেকে

দুই বধূ জল আনতে যায়,

চলতে চলতে পথের বাঁকে দুজনার  দেখা হয়।

পুকুর পাড়ে দুই বধূতে

হলো  সুখ দুখের কথা

 কিছুক্ষন ভুলে থাকে সংসারের এই ব্যথা——

মনের সুখে  গল্প করে

মেটাই মনের খিদা।

কলসি ভরে জল নিয়ে

দুই বধূ চলে দুধারে

কাশ ফুলে ভরে আছে পুকুরের দু পারে।

পরের দিন সকালে

আবার  দুই বধূতে

দেখা হয় সেই পুকুর পাড়ে।

 কলসি ভরে জল নিয়ে চলে পথের বাঁকে,

দুই বধূ দুই গাঁয়েতে থাকে।

চলার পথে দেখে তারা মাঠ ভর্তি ফসল

 ঝিঙা বেগুন বরবটি আর পটল।

ঝিঙা বেগুন বরবটি দুলছে গাছে গাছে,

তারা তাদের হাত বাড়িয়ে ডাকছে ।

কলসি কাঁখে দুই বধূ

চলে নিজ গৃহ পানে

 আবার কবে দেখা হবে

 বলে কানে কানে ।

Loading