কবিতা – গোপন শত্রু

কলমে – অদিতি মুখার্জী

 

গোপনে যে বিঁধিয়েছে আলপিন,

জীবন থেকে খুঁটে তুলি চিরদিন।

মুখোশধারী মাঝে করছি চলা ফেরা,

চক্রব্যূহতে আজ যেন পড়েছি ধরা।

ধর্মের দোহাই দিয়ে হচ্ছে ছলনা,

সততার আজ করে যেন বঞ্ছনা।

জানিনা কেন দিলে এই নির্বাসন,

হারালাম অচিরে প্রিয়তমের আসন।

বিষ বৃক্ষটি যে হয়েছিল রোপন,

ছলনার ছায়া তলে ছিল গোপন।

ভুলতে কী সহজে যায় গো পারা?

ভালো লাগার সেই দিনের ধারা।

 মনে বাজে আজ বিষাদের সুর,

ছলনা করে গেছো চলে বহুদূর।

হয়েছি আজ তোমা কাছে অনাহূত,

আমি বোধহয় আজ হলাম রবাহূত।

তোমার ব্যবহারে হয়েছি আশাহত,

কন্টক বাণীতে হলাম বড়ই আহত।

ছলনায় আজ হয়েছ তুমি মগ্ন,

আজ দেখিনা আর কোন মধুর স্বপ্ন।

গোপনে যে বিঁধিয়েছে আলপিন,

জীবন থেকে খুঁটে তুলি চিরদিন।

মুখোশধারী মাঝে করছি চলা ফেরা,

চক্রব্যূহতে আজ যেন পড়েছি ধরা।

ধর্মের দোহাই দিয়ে হচ্ছে ছলনা,

সততার আজ করে যেন বঞ্ছনা।

জানিনা কেন দিলে এই নির্বাসন,

হারালাম অচিরে প্রিয়তমের আসন।

বিষ বৃক্ষটি যে হয়েছিল রোপন,

ছলনার ছায়া তলে ছিল গোপন।

ভুলতে কী সহজে যায় গো পারা?

ভালো লাগার সেই দিনের ধারা।

 মনে বাজে আজ বিষাদের সুর,

ছলনা করে গেছো চলে বহুদূর।

হয়েছি আজ তোমা কাছে অনাহূত,

আমি বোধহয় আজ হলাম রবাহূত।

তোমার ব্যবহারে হয়েছি আশাহত,

কন্টক বাণীতে হলাম বড়ই আহত।

ছলনায় আজ হয়েছ তুমি মগ্ন,

আজ দেখিনা আর কোন মধুর স্বপ্ন।

Loading