কবিতা – ফুটপাথবাসী
কলমে – শম্পা দে
২৬৩ মহারাজা নন্দ কুমার রোড (দক্ষিণ) কোলকাতা ৭০০০৩৬
মায়া ভরা চোখ নির্মল হাসি
সরলতায় ভরা মুখ
জানো তো ওরা কে?
ফুটপাথবাসী।
মা ধরেছে কাজ
বাবুদের বাড়ি,
বাবা তার কোথায়
নেই তার জানা
ও শুধু বোঝে জঠরের জ্বালা
দিবা ও নিশি।
জানো তো ওরা কে?
ফুটপাথবাসী।
বর্ণমালা শেখেনি ওরা
ঘুরে ঘুরে ফেরে এপাড়া ও পাড়া
নেশার জগৎ দেয় হাতছানি,
সুখ যে ওদের ওইটুকুনি
তবু মোছেনা মুখের হাসি
জানো তো ওরা কে?
ফুটপাথবাসী।
ওদের পাশে দাঁড়াই আমরা
এই শহরবাসী ।
শেখাই ওদের বর্ণমালা
দূর করি ওদের জঠর জ্বালা
বিস্তৃত হোক ওদের মুখের
ওই নির্মল হাসি
জানো তো ওরা কে?
ফুটপাথবাসী।