কবিতা- একটা হৃদয় দেবে ?

কলমে : অসীম মুখার্জী

 

আমাকে একটা হৃদয় এনে দেবে  ?

যেখানে আমি করতে পারি

ভালোবাসার চাষ !

থাকবে শুধু নিখাদ ভালোবাসা

সাথে প্রেম আর অগাধ বিশ্বাস !!

যেখানে রবেনা  দেনা পাওনা,

থাকবে না সেথা ছল প্রতারণা।

অনাবিল খুশির আনন্দেতে মাতি

এঁকে যাবো শুধু স্বপ্নের  আলপনা !!

আজ ভালোবাসা কাঁদে বসি নিরবধি,

পদে পদে শুধু করে যায় ক্ষতি  !

আঘাতে আঘাতে ভালোবাসা কাঁদে

প্রেম মাঝে শুধু দেহের আসক্তি ?

ভালোবাসার জমি কি হয়েছে পতিত

অনুর্বর ? হয়না ফসল চাষ ?

মিথ্যা সেথায় প্রাধান্য পায়,

সত্যের কারাবাস  ??

ভালোবাসা এখন হাইব্রিড জাতের,

হৃষ্টপুষ্ট তাই  !

মাকাল ফলের মতোই দেখতে,

কোনো গুন তার নাই  !!

তাইতো চেয়েছি একটি হৃদয়,

শুধু ভালোবাসার যেথা বাস ?

ভালো বাসা সেথা পবিত্র ই  রবে

এ আমার বিশ্বাস !!

(স্বত্ত্ব সংরক্ষিত)

Loading