একদিন

রচনা – ডঃ আকবর আলি

3, MEHER ALI ROAD, 2ND FLOOR, PARK CIRCUS, KOLKATA 700 017

……………………..

একদিন কালো মেঘ সরে যাবে

অভুক্তরা সময়ে খাবার পাবে ।

সবার পায়ে চোটি থাকবে দেহে বস্ত্র

অসুরেরা হারাবে  তাদের সর্ব অস্ত্র ।

একদিন,শূদ্র-আদিবাসী উঠবে জ্বলে

অশান্তির ঝড় যাবে নিমেষে চলে ।

শিক্ষা, বস্ত্র আর থাকবে শিশুর আহার

ধরণীতে আসবে খুশীর বাহার ।

অনিদ্রায় ভূগেছে যে অভুক্ত সমাজ

সমাপ্তি ঘনাবে, ঘৃন্য জঙ্গল-রাজ ।

আসবে নোতুন সূর্য ধরায় একদিন

দানবের নৃত্য শান্ত হবে,  সম্পূর্ণ-ক্ষীণ ।

একদিন সারা বসতি নোতুন করে জেগে

জীবনের  ক্লেশ  উগরে দেবে রেগে ।

ক্লান্তশ্রান্ত না পাওয়ার  হত-দরিদ্রের দল

ক্ষোভে ফেটে জানাবে বিক্ষোভ অনর্গল ।

অবশেষে আগমন সেই নোতুন দিন

মিটিয়ে না জানা সব জীবনের ঋন ।

আকাশের  সব কালো মেঘ, গেলো সরে

অসুর গুলো নেই আজ গিয়েছে মরে ।

এই সমাজ,পরিবার স্থায়ী হোক চিরকাল

ছিঁড়ে দিয়ে  অশুভ জীবনের–জাল ।

Loading