এক মুঠো মেঘমালা
কলমে – একান্তে @ শ্যামল….
আরে, এইতো নীলাকাশ
এইতো মেঘের আনাগোনা,
কয়েক মাস ধরে খুঁজে চলেছি,
একটিবার মুঠিতে ধরবো বলে,
একটিবার আষ্টেপিষ্টে কাছে রাখবো বলে,
জানি শ্রাবনের নীলাকাশ আর পেজা তুলোর মেঘবালিকা পাওয়া যে দুস্কর?
তবুও আজ যে পেয়েছি তোমারে
আজ এই শ্রাবনের ধারার মাঝে পেলাম তোমায়
তুমি যে আমার বিকেলের বিরতির আনন্দমালা,
তুমিই থাকো যে আমার মনিমালা
তুমিই যে আমার অন্তরের শ্রদ্ধাঞ্জলি
তুমিই যে আমার রিক্ত শূন্য হৃদয়ের প্রিয়াঞ্জলি.
ও সময় যে শেষ হয়ে এলো,
এখন যে শুরু সাঁজের বেলা
তুমিই যে আমার আগামীর সারা বেলা,
আজ যে তোমায় দিলাম ছেড়ে
বিদায় বেলায় দিলাম হাত নেড়ে…