“এক কাপ চা”

কলমে -সুমিতা পয়ড়্যা

……………………..

এক কাপ চা মানে প্রশান্তির অনুভূতি

জীবনের অজানা গল্পের রূপ, রস, গন্ধ

উদিত সূর্যের সোনালী বিকেলের রঙিন স্বপ্ন,

অনন্তকালের বাঁকে বাঁকে দিগন্তের আলো-আঁধারের এক চালক শক্তি;

এক কাপ চায়ে অদ্ভুত এক অজানা সুখ।

উষ্ণতার ধোঁয়ায় অধরা অমৃতের সতেজ ভালোবাসা

চাপ নিরাময়ক শান্তির উৎস এক কাপ চা।

অনুকূলে হোক বা প্রতিকূলে এক কাপ চা-ই সমস্যার সমাধানের প্রচেষ্টা

সুখী কিংবা দুঃখে তাও এক কাপ গরম চায়েই যেন এক মহোৎসব

জীবনের সব ওঠা পড়াতেও সেই এক কাপ গরম চা।

রাত দিনের সঙ্গী এক কাপ গরম চা।

মনের শক্তিবর্দ্ধক দীর্ঘস্থায়ী আমেজ,

মাথা ধরা, দুর্বলতা, ক্লান্তিতে এক কাপ চা,

বাস্তব কঠিন; হাজার সমস্যার ত্রাতা

অলসতা, তন্দ্রা দূর করে এনার্জি যোগায় ক্যাফেইন।

জীবন ঠিক এক কাপ চায়ের মত।

আরামে বিরামে যখন এক কাপ চা

যেকোনো ভয়ানক পরিস্থিতিতেও তখন এক কাপ চা।

দুঃখে যেমন সুখেও তেমন সেই এক কাপ ধোঁয়া ওঠা গরম চা।

উষ্ণতার পরশে দিগ্বিদিক শূন্য দুশ্চিন্তা মুক্ত হওয়ার এক আমেজ

যেমন প্রাণ চঞ্চল করে তেমন চির সতেজ করে।

আর সেখানেই —–

চা মানে এক কাপ আশা

চা মানে এক কাপ প্রত্যাশা

চা মানে এক কাপ সুখ

চা মানে এক ঝলক শান্তি

চা মানে এক পরম পরিতৃপ্তি

চা মানে ঘুম ভাঙা সকাল

চা মানে অস্তমিত সূর্যের এক চিলতে হাসির ছটা

চা মানে স্মৃতির রোমমন্থন

চা মানে উষ্ণতার পরশ

চা মানে এক উত্তেজনা

চা মানে এক বাঁধনহারা আড্ডা

চা মানে এক আলতো ছোঁয়াচ পার হওয়া চাহনি

চা মানে এক  অনন্য ভালবাসা

চা মানে তুমি আর আমি

চা মানে আমাদের বন্ধুত্ব

এক অন্য উন্মাদনা, অন্য উদ্দীপনা।

Loading