কবিতা – ‘দিন পাল্টাচ্ছে’
কলমে – কল্যাণী সরকার
চোখের জলকে ক্রোধের আগুনে পরিণত করো
আর ‘অবলা’ নয় ‘সবলা’ হয়ে ওঠো,
যে হাতে খুন্তি ধরো এবার সময় হয়েছে
সে হাতে ত্রিশূল তুলে নেয়ার।
নর পিশাচের লালসার শিকার নয়
এবার লোলুপ হায়নার দলকে শিক্ষা দাও,
যে হাত দিয়ে তুমি ভাইয়ের কপালে ফোঁটা দিতে পারো
মঙ্গল কামনায় রাখি বাঁধতে পারো
সেই হাতে অসুর দমনে তুমি অনায়াসে
তরোয়াল তুলে নিতে পারবে
তোমার হাত কাঁপবে না একটুও।
ওরা জানে না দিন পাল্টাচ্ছে-
আমরা নারী, ভালবাসতে যেমন পারি
তেমনি প্রয়োজনে প্রতিবাদ প্রতিরোধের
নিশান ওড়াতে পারি।