ছড়ার খেলা

কলমে- সুশান্ত সাহা

ডাকবাংলা মোড়, বারাসাত

 

দিচ্ছি টোটকা বাঁচার এমন

মানুষ কেমন ঘুরছে বেশ

ধর্ম দিয়েই ভরছে পেট

হয়েছে ভাগ জম্পেশ….।

খেলবে ওরা নিজে নিজেই

বিদ্যা বুদ্ধি ঘুম দিয়ে

ভাগ করেছি মজায় এমন

লড়ছে ঘরে মায়ে- ঝিয়ে…

দেশ তো এখন চড়ছে দেখো

দিচ্ছে লাফ তাতেই খুব

সব নাগরিক ই নজরবন্দী

লড়াই লড়াই খেলছে খেলুক।

লড়াই এখন চলছে কেমন

বাইরে থেকে ঘরেই  চুপ

বর্ণগুলো আর হয়না আগুন

বলছে কিছু পাগল ভাবুক।

এক এক করে মুড়ছি সাহস

ভয় ছড়িয়ে চারপাশে

 তাতেই কাবু দেখছি কেমন

হাসি ঠাট্টা উল্লাসে..।

এক দুটো আছে বদ্ধ পাগল

শুনেও বোঝেনা কথার সুর

নিজের খুশি নিজেই খোঁজে

সত্য আঁকড়ে ভরপুর….

এমন দেশেরই রাজা আমি

সহজ কথার কিস্তিতে

উঠবে না ঝড় এখন তেমন

উঠতো আগে বস্তিতে।

শব্দ গুলো বেঁধেছি এটে

বাদ দিয়ে সব উষ্ণ তাপ

পড়বে সবাই মন খুশিতে

অল্পেতেই খুশি থাক…

রাখবো নজর ক্ষণে ক্ষণে

যখন যেমন বাড়বে ফাঁক

ঝাল মিষ্টি করা ওষুধেই

একে একে করব ভাব…

বেহুশ হয়েই থাকবে না হয়

কেউ না কেউ উঁচু নাক

পায়না ভয় কখনও ওরা

পাকনা যতই জেলের দাগ..।

Loading