ছাত্রজীবনের শিষ্টাচার

কলমে – শ্রী সুবোধ চন্দ্র সরকার

এম.কম .এলএল.বি.(আইনজীবী) মোবাইল 9477443110

……………………..

যুগে যুগে দেশে দেশে করিছে বিরাজ

জাতির  মেরুদন্ড হয়ে ছাত্রসমাজ।

বীজ হতে অঙ্কুরিত

যেমতি জন্মে মহীরুহ,

জাতির ভবিষ্যৎ এরা ছাড়া নহে কেহ।

অন্যায়ের প্রতিবাদ হবে যাদেরএকমাত্র ব্রত,

 প্রতিবাদের ভাষা সংযত হবে শিষ্টাচার সম্মত।

 শিষ্টাচার কথার অর্থ ভদ্র ব্যবহার মার্জিত আচার,

মানবতা নৈতিকতা প্রেম প্রীতি সহ

সুব্যবহার।

অকারণে উত্তেজনা ঔদ্ধত্য অসদাচরণ করি বর্জন,

 ছাত্র সমাজের দায়িত্ব কর্তব্য হবে করিতে পালন।

পুঁথিগত বিদ্যা ছাড়া আছে কত শিক্ষা গ্রহণ করা,

 শৃঙ্খলা পরায়ণ হতে হবে যে মতি সূর্য চন্দ্র গ্রহ তারা।

ছাত্র জীবনের শৃঙ্খলা বোধ আনে সমাজের উন্নয়ন,

অভাবে এর ব্যর্থতা গ্লানিতে কুন্ঠিত হবে জীবন।

অভিভাবকদেরও

হতে হবে সদা  সচেতন,

দেশের উন্নয়নে তবে হবে সন্তান তাদের কর্তব্য পরায়ণ।

Loading