কবিতা – ব্যর্থতা

কলমে – সুমিতা পয়ড়্যা

 

স্বপ্নগুলো অঙ্কুরোদগমেই ঝরেছে

অপার মুগ্ধতায় এক আশার স্বপ্ন,

তিলে তিলে গড়া বিরাট সাম্রাজ্যে

অপলক দৃষ্টিতে শুধু চেয়ে থাকা;

     এটা কি ব্যর্থতা নয়!

দিগন্ত পাড়ের কালো রেখায়

হতাশার সাগরে ভাসতে থাকা,

শত শত তরঙ্গের গর্জনোচ্ছ্বাসে

অভিনয়ে অভিনয়ে ঝড়ের মন্ত্রণা;

        এটা কি ব্যর্থতা নয়!

অন্তরে ব্যর্থতার অসহনীয় দুর্গন্ধ

আহ্লাদের ঘরে একরাশ ধুলো

সংসার মন্দিরে চোরের ভয়

শখের জীবন ঘুণ পোকার দখলে

      এটা কি ব্যর্থতা নয়!

দোষারোপের জীবন কাঙ্ক্ষিত নয়

ঈশ্বর আরোপিত স্বপ্নগুলো মিথ্যাও নয়

সবটুকু ভালোবাসা দিয়ে কষ্ট পাওয়া

প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্ত বোধগম্যের বাইরে

            এটা কি ব্যর্থতা নয়!

ভুলে ভরা জীবন ক্ষতবিক্ষত ব্যর্থতায়

ভাগ্যের দোষ ধরে অযৌক্তিকতায়

প্রাপ্তির পূর্ণতার ব্যর্থতা বাসনায়

ঘূর্ণায়মান চক্রাবর্তে ঝুঁকির জীবনে

             সফল ব্যর্থতায়।

         সফল ব্যর্থতা কি ব্যর্থতা নয়!

 

Loading