কবিতা – বৃষ্টি রে

কলমে – কল্যাণী সরকার

বাণীপুর, উত্তর চব্বিশ পরগনা

……………………..

“আষাঢ়স্য প্রথম দিবস”

চারিদিকে বৃষ্টির হাহাকার

কাঠফাটা রোদের বন্যা বইছে

ত্রাহি ত্রাহি রব সবাকার ।

বৃষ্টি রে ওরে বৃষ্টি

ব্যাকুল হয়ে খুঁজছি তোকে

তোর এ কি অনাসৃষ্টি!!

জানি অভিমানীনি,

অনেক অভিমান জমেছে বুকে

নির্দ্বিধায় গাছ কাটছি আমরা

তুই নিরুদ্দেশ হয়েছিস সেই শোকে,

রাগ করিস না প্লিজ আয় না সোনা

কথা দিলাম আর আমরা গাছ কাটবোনা,

মেঘ কে নিয়ে আয় না ফিরে

তোর ভালোবাসা পড়ুক ঝরে,

করজোড়ে তোকে করছি আহবান

তোর পরশে আবার জেগে উঠুক প্রাণ ।।

 

 

Loading