কবিতা- বসন্তর আগমন

কলমে – ✍️: মহামায়া রুদ্র

ঋতু রাজের আগমনে

ঝরা পাতা প্রহারগণে।

ধূসর আকাশ কুয়াশা ভরা

হিমেল হাওয়ায় পড়লো তালা

কচি পাতা উঠল সেঁজে

ফাগুন এসেছে দক্ষিণা আবেশে

 রামধনুর রঙে মন যে মাতায়,

আমের মুকুল গন্ধ ছড়ায়।  পাখিদের কুজন -শিমুল পলাশের বনে,

বসন্তের বাতাস  আবিরের আভায়, রোদের ঝিলিক বালুচরে,

উঁকি মারে কালবৈশাখী।

মনের হরষে,

আকাশে আজ রঙের মেলা বিশ্ববাসী করছে খেলা।

ঘরের দুয়ারে দিয়ে তালা

মনের দুয়ার রইল খোলা, কোয়েল ,দোয়েল নাচের তালে,

 কোকিল,পিউ সুর যে তোলে ,

শাল ,পলাশের ডালে ডালে

শিমুল তুলো হাওয়ায় ওড়ে।

ভ্রমরের গুনগুন ফুলের বনে,

ফুলেরা মেলেছে আঁখি আগমনীর গানে,

প্রজাপতি  মিলেছে ডানা গোধূলির রং মেখে।

উদাসী মন বড় চঞ্চল যায়না রাখা ধরে বসন্ত জাগ্রত দ্বারে কান পেতে ওই শোনা যায়,রঙ লেগেছে পশু পাখিদের মনে শিমুল পলাশের বনে।

Loading