কবিতা –বর্ষারানীর আগমনে

কলমে – সোমা রায়

যোগেন্দ্রনগর, আগরতলা, ত্রিপুরা

……………………..

বর্ষারানী এলো রে ঘরে ,

খবর ছড়িয়ে আকাশে বাতাসে l

বর্ষারানীর  খবর পেয়ে ,

খুশির জোয়ার কৃষক কুলে l

বর্ষারানী এলো শুনে ,

ময়ূর নাচে পেখম তুলে l

বর্ষারানী প্রবেশ করেছে জেনে ,

নদী সকল গান গাইছে l

বর্ষারানীর   আগমনে ,

গাছ গাছালি  নৃত্য করছে l

বর্ষারানীর  শুভ পদার্পনে ,

জনগণ  স্নিগ্ধতার পরশ খুঁজে l

Loading