কবিতা-” বনলতা ফিরে এস “
কলমে ✍️: সুমিতা পয়ড়্যা
কল্যাণী, নদীয়া
……………………..
বনলতা———
দারুচিনি দ্বীপের ভিতর কি ঘুমিয়ে রয়েছ!
সব কিছু আজ এত উদাসীন কেন!
বাতাসে আজ এত নীরবতা কেন !
হাজার বছরের পথ পরিক্রমায় আমি ক্লান্ত প্রাণ এক,
আনমনা মন;বিরহ যাপন;উঁকি দেয় দিকশূণ্য দিকে।
বনলতা ওঠ,জাগো——-
আমার জন্য,শুধুমাত্র আমার জন্য
জীবনে তুমিই তো দু-দণ্ড শান্তি দিয়েছিলে !
এখনও দখিন বাতায়ন পানে দেখি তোমার সেই চোখ।
শান্ত স্নিগ্ধ দৃষ্টি;মধ্যাহ্নেও শান্ত ধীর স্থির চাহনি মাঝে সারি সারি বিরহ!
ধীর পায়ে এস সেই চেনা পথ ধরে
ভালবাসায় ভরা হৃদয় নিয়ে।
বনলতা তোমার বাস্তববোধ কোথাও হারিয়ে যায় নি তো !
এস ফিরে এস।বারবার ফিরে এস।
দু-দণ্ড শান্তি চাই,ভালবাসা চাই,তোমার সেই অন্ধকার বিদিশার নিশার মত চুলের গন্ধ চাই।
শুধুই চাই নাটোরের বনলতা সেন,শুধুমাত্র চাই।
স্বপ্নের চোখে ডুবে থাকি নীলাকাশের তারাদের মত;
হৃদয়ে বেদনা যত সব তুলে দিতে চাই,বনলতা
না হলে সব তুচ্ছ মনে হয়—সব তুচ্ছ!
শূন্য——————-সব শূন্য মনে হয় !