কবিতা – বয়সের শেষ প্রান্তে
কলমে – কল্যাণ কুমার সাউ
আজ আমি বসেছি নদীর মোহানায়, মনে পড়েছে সেই দিন,
বাবার হাত ধরে ছুটতাম, নদীর বালুর তীরে, জলের বাতাসে।
হোঁচট খেয়ে, আছড়ে পড়ার চিন্তা ছিলোনা, বাবার হাত ধরে থাকতাম ।
নদীর স্রোতে নৌকার টানে, চলেছি বহুদূর,
স্রোতের বেগে,
বাবার হাত ধরে ছিলাম, জলের বেগে হাত দিয়ে, বেগ মাপার চেষ্টা করতাম।
পিছলে যাওয়ার ভয় ছিলো না, বাবার হাত ধরে থাকতাম।
আজ আমি নিজেই বাবা, আমার হাত কেউ ধরেনা,
নদীর তীরে বসে আছি একাকী, নদীর স্রোতে, ভয় ভীষণ পেলেও দেখেনা।
নৌকার বেগে আর চলিনা, জলের বেগ মাপতে জানিনা,
আজ আমাকে ভীষণ ভয় লাগে, বাবার হাত আজ ধরে থাকিনা।
ছেলে আমার কাছে নেই, সকাল সন্ধ্যে খবর নেয় না,
কোথায় আছি, কিই বা খেয়েছি, তার কিছুই আসে যায় না।
বয়সের এই শেষ সীমানায়, কোথায় আছি কেউ জানেনা,
অজ্ঞাতবাস জীবন যাপন করে চলেছি,
নিজের কর্মের ভোগ করে চলেছি ।
শৈশবের ছোট্ট সরল শিশু, হয়েছে সবল নিজের কর্মে,
পিতামাতা তার মাথার বোঝা, বৃদ্ধ আমি যাবো কোথায় ।