কবিতা – বিরহ

কলমে – নুপুর নন্দী

কাছে এসে ভালোবেসে

দিয়ে গেলে ব্যথা ।

বিরহে কেঁদে মরি

রাখ নিতো কথা ।

তুমি মোর‌ ভালোবাসা

হৃদমাঝারে রাখি ।

যেওনা গো ছেড়ে মোরে

ভালোবেসে ডাকি ।

তব দেখা পাই না তো

ওগো মোর প্রিয়া ।

ভালোবেসে চলে গেলে

জ্বলে মোর হিয়া ।

অভিমানে রাগ করে

কেন গেলে ছেড়ে

বেদনাতে বাঁশি বাজে

মন নিলে কেড়ে ।

প্রিয়া তব ছবি আঁকি

হৃদমাঝারে আমি ।

তুমি মোর ভালোবাসা

তুমি খুব দামি ।

Loading