কবিতা :- “বিজয়া ২০২৪”

কলমে – ঊষা মল্লিক

 

এসেছিলেন মা দূর্গা, নিয়ে তার সপরিবার,

দেখলেন এসে, এই বাংলার মর্ত্যে, চলছে খুব অনাচার।

ওনার ও ছিল, খুব তাড়াতাড়ি, কৈলাসে  ফিরে যাবার,

এই কয়েক দিনে, বঙ্গের অবস্থায়, তিনি কেঁদেছেন বারবার।

একদিকে তিনি দেখেছেন  মানুষের মনে, নেই তেমন কোনো  আনন্দ,

আর এক দিকে বুঝেছেন তিনি, মানুষ হারিয়েছে, তার নিজ জীবনের ছন্দ।

একদিকে অনশন, অন্য দিকে পৃজার উদবদন,

মা বুঝেছেন, খুব সংকটে আছেন, তার সব প্রিয় জন।

বিগত দুমাসে, বাংলার মানুষ করেছে যে,কতো হাহাকার,

চেয়েছে শুধু, এই অভয়ার সঠিক এক, ন্যায়  বিচার,

রাজ্যের রানীর, তাও মনে হয়েছে, করতে হবে কার্নিভাল,

নইলে যেন, এই শারদীয়ার সবকিছু, হয়ে যাবে বানচাল।

কতো মেধাবী ছাত্র ছাত্রীরা, নিয়েছে তাদের, প্রানের বড়ো  ঝুঁকি,

রানী কিন্তু একবার ও, দেয় নি তাতে, কোনো উঁকি।

চতুর্থী থেকে দশমী পর্যন্ত, ছিল শারদীয়া,

বরণ শেষে, সিদুঁর খেলে, এলো যে বিজয়া।

শুভ হোক সবার জন্য , এই বিজয়া দশমী,

আর পড়ুক ধরা, খুব তাড়াতাড়ি, অভয়ার খুনের আসামি।

Loading