কবিতা- ভুল

কলমে – ✍️: সুশান্ত সাহা

স্বপ্ন এবার খুলছে খাতা

সোনার ফসলের মাঠে

রোদের জানলা খুলে কেউ

বলছে পথে ঘাটে….।

বাতাস নেমে করছে খেলা

দুধ ভরা সব ধানে

ভরবে গোলা ধানেই আবার

গ্রাম থেকে সবখানে।

জোত-জমিদার জানবে এবার

হাত ছাড়া তার মাঠ

দুঃখের চাদর মুছে সবার

হাসছে যে তল্লাট…,

ভুল ছিল সব ওদের চাওয়া

যা ছিল সব হাতে

খুলছে হাসি স্বপ্নে সবার

প্রাণ ভরা সব তাতে।

চোখ খুলে তাই বলছে সোনা

আর যাবে না চাওয়া

মাত্রাহীন পেলে পরেই

হবে করতে ধাওয়া……।

Loading