কবিতা – অসঠা গরমে

বিমল রাণা( কুরকুট)

গ্ৰাম-+পোস্ট–গোহাল ডাঙ্গা, জেলা-পূর্ব সিংভূম, ঝাড়খণ্ড।

……………………..

দমে অসঠা গরম দিছে বুধনি

আজ নাই যাবঅ  কাজ  কইরতে।

লু  যদি লাগি যায় মইরে্ যাবঅ।

তখন  রাঁড়ি হয়ে কী পারবি থাকতে।

দেখ্ হামি তকে কত ভালো বাসি,

তকে ছাড়ি যাইত্যে নাই মন করে।

একটু জল পড়ুক না যাবইতঅ।

আইজ মন করছে থাক্ইকত্যে ঘরে।

সবু লক্ আশায় আছে,

কবে যে জল দেবতা জল দিবেক।

পোখইর নালা  সুখাঁই গেল।

বসমতায়  আর কেউ নাই বা্ঁইচবেক,।

 মানুষেই  হছে বড় চূয়াড়,

ফইচ্চ করইছে গাছ পালহা কাটি।

হাড়ে হাড়ে বুইঝবেক তখন,

রুখা সুখা যখন হবেক মাটি।

আয় নঅ বুধনি হামকে ,,

হাঁড়িয়া দে এক বাটি।

গতর টা চড়া হয়েঁ  গেছে,

এই খরায় খাটি খাটি।

Loading