কবিতা – আর নয় নগরোন্নয়ন
কলমে – ডঃ সহদেব দোলুই
23/9 ‘D’ Road, Bamungachi, P.O- Salkia, Dist- Howrah, Pin- 711106, West Bengal
উত্তপ্ত ধরণীতে যখন জলন্ত গোলা বর্ষিত হয়, তখন মহাদেবের ধ্বংসের তান্ডব লিলা শুরু হয়।
অসহ্য গরমে ওঠে মানুষের তপন দহন জ্বালা। কোটি কোটি মানুষ বুঝেছে এবার হয়তো তাদের মৃত্যু পালা।
নিঃস্ব মানুষ আজ দিশেহারা হয়েছে কে দেবে তাদের সহায়।
খুঁজে ক্লান্ত হৃদয়ে একটু শান্তি একটা ছোট্ট গাছের ছায়ায়।
মরুপ্রায় ধরণীতে দাঁড়িয়ে কে যেন বলে ওঠে।
বুঝতে পেরেছো মানব, বুঝতে পেরেছো!
তুমি ভাবছো, আমরাতো করেছি নগরোন্নয়ন ।
ওহে সভ্যতার বুদ্ধিমান জীব, করেছো কেন ধ্বংস অরণ্য ও সবুজায়ন।
সাময়িক আনন্দ পাবার লোভে বাড়িতে লাগিয়েছো শীত তাপ নিয়ন্ত্রক যন্ত্র।
আমাকে শান্ত করতে,পারবে না অউরাতে আর হাজারো মন্ত্র।
আমি প্রলয়, আমি জটাধারী এসেছি তোমাদের সত্যের পথ দেখাতে।
আর কত বৃক্ষ ছেদন করে ঝড়াবে ধরণী মায়ের বক্ষের রক্ত?
হে মানব বুঝবে কবে, বুঝবে কবে আমার লীলা!
আমার তৈরী বিজলী, আমফান, রেমাল, লায়লা, আয়লা।
আমার নৃত্যের তালে যদি হয়ে থাকে এই বিপর্যয়।
ক্রুদ্ধ নৃত্যের তালে আরো কতো কি হতে পারে তোমাদের পরিনয়।
বাঁচার জন্য হও সাবধান, হও সাবধান ফেরাতে নতুন প্রাণ।
ওঠাও কোদাল, ওঠাও বৃক্ষের-চারা বাঁচাতে ওষ্ঠাগত প্রাণ।
ওরে মূক,ওরে মূর্খ, গড়ে তোলো দিকে দিকে সবুজায়ন।
প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে শপথ করো আর নয় নগরোন্নয়ন।