কবিতা – আমার প্রেম

কলমে – সোনালী মুখার্জী

……………………..

আমার প্রেম মিশে আছে বরফাচ্ছাদিত পর্বতের চূড়ায়,

উদীয়মান  সোনালী সূর্য‍্যের রশ্মিতে,

উত্তাল সমুদ্রের ঊর্মিমালাতে,

নীল আকাশের বুকে ভেসে বেড়ানো মেঘের ভেলাতে।

সবুজ মাঠের বুক চিরে মেঠো পথ ধরে হেঁটে যাওয়া উদাসী বাউলের একতারাতে।

আমি প্রেমে পড়েছি রাজপথের কাহিনীতে,

মিশে গিয়েছি পথের পাঁচালীতে।

মধূপের মধুপানে,শতদলের পাপড়িতে,

বেলি,রজনীগন্ধা,কাঁঠালিচাঁপার সৌরভে।

দিনের শেষে ক্লান্ত পথিকের পদচারণায়,

প্রেম যে আমার জীবনের জোয়ার- ভাটায়।

কপোত -কপোতীর সোহাগ মাখানো পড়ন্ত বিকেলে,

কী অপরূপ শোভা নাম না জানা বনফুলে,

প্রেম যে আমার মিশে আছে কাজল কালো হরিণীর চোখে,

পেখম মেলা ময়ূরের নৃত‍্যে,প্রেমাগুনে ঝাঁপ দেওয়া ময়ূরীর মন ভোলাতে।

কোকিলের কুহুতানে, শিশুদের কলতানে,

প্রেম আমার ঐ শান্ত শীতল নদীতে  বহে যাওয়া তরণীর আহ্বানে।

প্রেম যে আমার ঝর্ণার চঞ্চলতায়,সমুদ্রের গম্ভীর গর্জনে,

পাহাড়ের  মৌনতায়,

আমি প্রেমে ডুবেছি বনানীর সরসতায়।

প্রেম আমায় পাগল করেছে আকাশের অস্তরাগে,

এসো,তোমরা সকলেই এসো,

মাখতে সোহাগ কুসুমবাগে।।

 

 

Loading