আমার একলা আকাশ

কলমে- পিয়ালী রায় কুন্ডু

 

বিস্তৃত নীল খোলা আকাশ

চারিদিকে নীরবতা,

সারাটা বিকেল যেন গুমোট প্রকৃতিতে জমে থাকা আদ্রতা,

নীল আকাশের ঘোলাটে অভিমানী মেঘগুলো  ক্রন্দনরত অবস্থায় বিদায় নিল, অস্তগামী রবির সোনালী আভায়,

গোধূলি লগ্নে সোনা রঙে সৌন্দর্যের বিমুগ্ধতা আচ্ছন্ন করে আমার উদাসী চিত্ত ।

আমারই অপেক্ষায়, প্রাণচঞ্চল একরাশ হাস্যমুখে আমন্ত্রণ জানায়।

পশ্চিমের সোনালী আভায় নিজেকে রাঙিয়ে আমার সংস্পর্শে হাত বাড়ায়।

পাতাগুলো যেন সেজে উঠেছে সোনালী আভায়,

হয়তো প্রিয়তম’র‌ অপেক্ষায়।

পাখিরা যে বড্ড ক্লান্ত,

ফেরার তাগিদে আনমনে কেউবা পালক খসিয়ে দেয় আমার দিকে,

ইচ্ছে ভীষণ হয়

সীমাহীন বিশালতার মায়াবী ওই আকাশটাকে ছুঁতে,

মেঘেদের সাথে দূর দুরান্তরে ভেসে যেতে।

এক স্বর্গীয় সমাবেশে মায়াচ্ছন্ন চাদর ,

কখনো বা সাদা কখনো বা কালো মেঘরাশির সমন্বয়ে।

একাকী আমি

খোলা আকাশের নিচে মুক্ত বাতাস কে করেছি সঙ্গি।

Loading