কবিতা :- আজব দেশ

কলমে – নবলতা শীল

 

আজব দেশে আছেরে ভাই হরেক রকম মজা ,

বাঘে খায় সন্ধ্যা বেলা ঘিয়ে ভাজা গজা।

শিয়াল মামা নেচে বেড়ায় ,  ঢোল বাজায় হনু,

তাইনা দেখে হেসে মরে, রাজার কুমার মনু ।

সূর্যি-মামা নদীর ধারে ,উড়ায় বসে ঘুড়ি ,

পিঁপড়ে মাসি ফোকলা দাঁতে  দেয় গায়ে সুড়সুড়ি ।

গাভী রাণী মাঠে বসে চিবায় বসে ঘাস,

হাঁসী বুড়ি জলে বসে, গরমে করে হাঁসফাঁস।

টেপুর মাঠে জলসা হবে,নেবে সবাই অংশ,

সভাপতি হবে এবার,  সাদায় কালো রাজহংস।

পুঁটির কুকুর এসে ডাকে ঘেউ,ঘেউ,ঘেউ,

তিরিং বিড়িং লাফায় শুধু,দেখছেনা তাকে কেউ।

ঘোড়া ভায়া,গান গায়, গায়ে দিয়ে জামা ,

বেসুরো ব্যাটা ,তালে কানা,ওকে এবার থামা।

কালো কোকিলা সুর ধরে, জুরায় সবার প্রাণ,

শুটকি পোলাও রান্না হচ্ছে, বেরোচ্ছে সুন্দর ঘ্রাণ।

নানা রকম কান্ড আছে,এই দেশেতে ভাই,

বাঘে গরুতে শুয়ে থাকে,গলা ধরে তাই।

তাইতো বলি সবাই-কে , যাও আজব দেশেতে,

হাতি ঘোড়া বাঘ সিংহ, সবাই আছে মজাতে।

Loading