আয়রে বৃষ্টি আয়

কলমে – দীপ্তি মুখার্জী

Swagot Residency Block–A , no 303.

Roy Colony More, Donbosco Colony.,

Beside Salensia Girls College Hostel

Siliguri 734008. Phone : 8617875977

 

খাল বিল নদী শুকিয়ে গেছে সব

কৃষকের কপালে দুঃখ

গরমে পুড়ছে দেশ,  খাল বিল নদী সব শূন্য

চলো গাছ লাগাই, পথের ধার সবই ফাঁকা

সূর্য্যের তাপে পুড়ছে মানুষ, ফসল যাচ্ছে জ্বলে

আবালবৃদ্ধ রোগাক্রান্ত সর্দি কাশি জ্বরে

মনের ঘরেও বাড়ছে অসুখ, বসছে না মন কোনো কাজে—

রবির কিরণ জ্বলছে দ্বিগুণ মেঘের দেখা নাই

উষ্ণ হাওয়ায় মরছি সবাই বাইরে যাওয়াই দায়

ইচ্ছে করে  থাকতে ডুবে নদীর জলে গিয়ে

বৃষ্টি আসুক বৃষ্টি আসুক ঝরুক জল ঝরঝরিয়ে

কোন্ বিরহের আগুন জ্বলে   হঠাৎ ওঠে হাওয়া

আগুনের এই নদী বেয়ে, আমার পথ চলা

প্রচন্ড এই দাবদাহে  ঘুম গিয়েছে চলে

অনবরত দীর্ঘশ্বাস  উঠছে কেবল নাভিশ্বাস

বৃষ্টি কি তুই আসবি তখন, এবার আমি মলে ?

মনকেমনের এই বেলায় আয়রে বৃষ্টি চলে……

…………………………………………………………………………………

 

 

  

 

 

 

 

 

  

Loading