আদিবাসী সেই রমণী
কলমে – কৃষ্ণকলি বেরা
ইডেন এস্টর পার্ক, ব্লক-এ/২এ, ৮৩৪ উত্তর-পূর্ব ফরতাবাদ, সাহা পাড়া
কলকাতা -৭০০০৮৪, থানা -নরেন্দ্রপুর
রূপোলী হাঁসুলী গলায় দোলে
রাঙা ফুল সাজায় খোঁপাটি,
দুচোখ জুড়ে জোৎস্না নামে,
সমুদ্রোজ্বল হাসিটি।
মল পায়ে হাঁটে ঝমঝম
কাঁচপোকার টিপ কপালে,
ফুলের আতর গায়ে মেখে
প্রেমের আবেশ মাদলে।
নাচের তালে কোমড় দোলে ,
ছন্দে ছন্দে দেহটি,
আলোর নাচন মনের ঘরে
সুরেলা তার চলনটি।
রাঙা শাড়ীর ভাজে ভাজে
খেলে বেড়ায় বন্য রূপ,
অরন্যের ঝরা পাতার শব্দ
ওর মাতাল রূপে বেহুঁশ-চুপ।