পঁচিশে বৈশাখে
কলমে- সুশান্ত সাহা
ডাকবাংলা মোড়, বারাসাত
********
আমার পাড়ায় রবীন্দ্র গানে,ঘর থেকে সব মাঠে
২৫ শে বৈশাখ ফিরছে আবার হচ্ছে ঘোষণা তাতে।
সব ভাষাদের মিলিয়ে মিশিয়ে হবে নাটক পাঠ
সবাই বসে শুনবো মোরা আসবে দেখো আমার রবীন্দ্রনাথ…।
সব রং এরই মিশেল তিনি তারই যত গান
এপার ওপার সব পাড়াতেই তিনীই শস্য ধান।
তিনিই আবার বর্ণ হাতে করেছেন কাজ নানান
সব ধর্মের একই রং ভুল করি সব বানান…!
আমার পাড়ায় সব ধর্মের বসে মিলন-মেলা
কেউ করে গান তার কেউ হাসি খেলা।
বিভেদ -প্রাচীর আমার পাড়ায় হয়নাকো আর খোলা
ছড়ায় খবর সব পাড়াতেই যায় খুলে সব তালা…..