পবিত্র ও মহান

✍ শ্রীমতি পান্না দাস

কবি পরিচয়:

নমস্কার 🙏! আমি শ্রীমতি পান্না দাস। সিভিল ডিপ্লোমা নিয়ে পাশ করলেও ষষ্ঠ শ্রেণি থেকে সাহিত্য চর্চা। স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশন ঢাকা বাংলাদেশ নজরুল স্মৃতি পদক সম্মানে সম্মানিত, ক্যালকাটা ইন্টারন্যাশনাল মাইক্রো ফিল্ম ফেস্টিভ্যাল অণুছবি সৃজন স্মৃতি সম্মান এবং বায়োস্কোপ,ক্যালকাটা ইন্টারন্যাশনাল মাইক্রোফ্লিম ফেস্টিভ্যালে এডিটর,পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চ পত্রিকা ও সহ সম্পাদিকা,অনন্য সৃষ্টির সাহিত্য পত্রিকা ও অ্যাডমিন, পার্বত্য কাব্য পত্রিকা,অমেয় পত্রিকা,পাঞ্চজন্য পত্রিকা অন্বেষণ পত্রিকা, কুড়ি থেকে ফুল, উপন্যাস অধিকার বই প্রকাশ পেয়েছে।কলকাতার নন্দনের সদস্য, কলকাতা ডি ডি বাংলার নিউজ রিডার পাস, এবং কলকাতা ২৪ ঘন্টা খাস খবরে শিল্প ও সাহিত্যের এডিটর।

‘সফল হওয়া সহজ কাজ নয়’!

সফল ব্যক্তির প্রধান বৈশিষ্ট্য হলো, তাঁরা তাঁদের লক্ষ্যের প্রতি অনুরাগী থাকা। স্থির সেই লক্ষ্য প্রতিটি মুহূর্তে তাঁদের হৃদয়ে ঘুরপাক খেতে থাকে। তাঁরা লক্ষ্যকে ছোট ছোট ভাগে ভাগ করে নেয়। আর সিঁড়ি বেয়ে ওঠার মতো একটু একটু করে সেগুলো অর্জন করেন। একসময় তাঁরা সফলতার সর্বোচ্চ চূড়া স্পর্শ করেন। নিজেকে প্রতিদিন ভাববেন,বেঁচে থাকার জন্য যেমন অক্সিজেন প্রয়োজন, তেমনি জীবনে এগিয়ে যাওয়ার জন্য প্রতিদিন অন্তত একটি করে লক্ষ্যের কাছাকাছি যাওয়া প্রয়োজন। সহজ কথায়, আপনার প্রতিটি কাজ হোক জীবনের লক্ষ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে।

……………………………………………………………………………………………………………….

সারা বিশ্বজুড়ে পালিত পবিত্র ও মহান।

ক্যাথলিক আর অর্থোডক্স উভয়ের দান।

যিশুরই অন্যতম  শিষ্য ঘাতক জুডাস,

তাঁকে রোমান সেনার হাতে ধরান।

ক্যালভারিতে ক্রুশবিদ্ধে মৃত্যু বরণ,

ঐদিন গুড ফ্রাইডে নামকরণ।

দেশবাসীরা ক্রুশের স্টেশনে,

ভক্তিমূলক প্রার্থনা পাঠ করেন।

প্রচণ্ড যন্ত্রণাময় মৃত্যৃর দিনে,

তিনি হাসিমুখে সহ্য করেন।

মৃত্যু ,পাপের ও পুনরুত্থান,

বিজয় ও ইস্টার উদযাপন।

কতক হোলি,গ্রেট ও ব্ল্যাক নাম।

খ্রিস্টান উদযাপনের একেবারে শীর্ষস্থান,

ত্যাগ ও আত্মবলিদানের স্মরণ ও সম্মান।।

 

……………………………………………………………………………………………………

 

 

 

Loading