পেটুক হাঁদারাম
কলমে – শ্যামল মুখার্জ্জী
পেটুক হাঁদারাম,
চারদিকে তার নাম।
সে ঘুম থেকে উঠে,
সকাল সাতটায়।
চায়ের সাথে তার,
কুড়িখানা বিস্কুট চাই।
বেলা ঠিক দশটায়,
পাঁচ সের মুড়ির সাথে,
বারোখানা চপ চাই।
দুপুর ঠিক একটায়,
এক হাঁড়ি ভাতের সাথে,
পঁচিশ টি ডিম চাই।
ঠিক বিকাল চারটায়,
পঞ্চাশ খানা লুচির সাথে,
এক হাঁড়ি রসগোল্লা চাই।
রাত্রি ঠিক ন’টায়,
চল্লিশ খানা রুটির সাথে,
পাঁচ কেজি মাংস চাই।
এগুলি না পেলে পরে,
সুর করে সে কান্না জুড়ে।
তার গলার জোর এত বেশি ভাই,
মাইককে সে হার মানায়।
সকলের মুখে তার নাম।
আমাদের পেটুক হাঁদারাম
50 total views, 4 views today