“পরম পূজ্য বিশ্বকবি “

কলমে – শর্মিলা পাল
তুমি আমাদের সকলের দিব্য শক্তি ,উজ্জ্বল কিরণ অনেক প্রিয় রবি।
তোমার সৃষ্টি গান কবিতা নাটক গীতি আলেখ্য আছে প্রিয় ছবি
তুমি আমাদের প্রাণের ঠাকুর
কবিগুরু রবীন্দ্রনাথ
শান্তিনিকেতন ঘাটশিলা জোড়াসাঁকো মন বলে বসে থাকি তোমার অপেক্ষায় দিনরাত
তুমিই শিখিয়েছো ভালবাসতে
তুমি শিখিয়েছো হারানোর ব্যথা ভুলতে
তুমি শিখিয়েছো পরম প্রাপ্তিতে আনন্দে মত্ত হতে মাননে
আজ হতে শতবর্ষ পরেও তুমি থাকবে শত সহস্র মনের গহীনে।।
225 total views, 4 views today












