অতি সবে ক্ষতি
কলমে – আনন্দময়ী চট্টোপাধ্যায়
অতি সরলতা মুর্খামির পরিচয়,
অতি জটিলতা করে সব নয় ছয়।
অতি দানে সবে জানে হাতে ঝুলি পড়ে,
অতি মানে অহংকার গর্ব যায় বেড়ে।
অতি ভালবাসা করে বেদনা বহন,
অতি বিশ্বাস ভেঙ্গে গেলে হয় অন্তর দহন।
অতি আশা ভাঙ্গে বুক ফেটে চৌচির,
অতি ধার্মিকতা পরিচয় বহন করে ভন্ডামীর।
অতি ধীরে কথা বলা লোকে বলে ন্যাকা,
অতি চঞ্চল হলে বলে সবে ডাকা বুকা।
অতি আপ্যায়নে খোঁজে স্বার্থের নমুনা,
অতি অবহেলা হলে শুনতে হয় গঞ্জনা।
অতি সুন্দরী হলে বলে সবে অহংকারী,
অতি কুৎসিত হলে দূর ছাই পায় সবারই।
অতি গরিব হলে হয় ভিখারি সর্বহারা,
অতি ধনী হলে চোখে দিনে দেখে তারা।
অতি নিষ্কর্মা হলে বলে কুঁড়ের বাদশা,
অতি কর্মী হলে কয় সকলে পদতলে সরিষা।
অতিবন্ধু প্রীতি হলে কয় জগাই মাধাই,
অতি হিসেবী হলে সবে বলে ব্যাটা কসাই।