কবিতা- অভিনয়ের আসর

কলমে – ✍️: করুণা দেবনাথ

 

সমাজ এক অদ্ভুত  অভিনয়ের আসর

যেখানে কুশীলবে আছে অনাবিল বহর

হাজার ভাবনার করে মনো প্রকাশ

কেবল ব্যস্ততায় ডালে আপন বিলাস।।

কেউ ভাবে আলাপনে  শিক্ষক সাজি

কেউ সাজে পাড়াপাড়ে মহান মাঝি

কেউ পূজারিনী সেজে ঘুরে ফেরে

কেউ সন্ত্রাসী খায় গরীবে মেরে।।

সমাজ এক অদ্ভুত অভিনয়ের আসর

বাউল রবীন্দ্র ভাটিয়াল  নজরুলের মহাসাগর

সাধু দুষ্টের এক অনন্য ঠিকানা

প্রতিদিন ঘটে যায় হাজার ঘটনা।।

ভালোবাসার ইমারতে চলে খুনসুটি শত

ভাবনার উন্মেষ প্রকাশে যত মতামত

এমনি করেই চলে বদলের পালা

অভিনয়ের মঞ্চে গলায় সম্মানের মালা।।

অবশেষে আসে ডাক কেটেছো বিসা?

সমাজে তোমার প্রয়োজন এখন মিছা

মঞ্চ আর সহেনা যে ভার

সামনে শেষ ঠিকানার কন্টক দ্বার।।

Loading