নিঃশব্দ তরঙ্গ

কলমে – কৃষ্ণকলি বেরা
আমিই সেই পুরোহিত – সেই পুরোহিত,
তুমি তা জাননা।
তোমার অন্তর মাঝে আকাশ-প্রদীপ জ্বালে যে কার্তিকের হিমেল তমশায়।
ধরিত্রীর মর্মে বিজুরীকার
যে গোপন অশ্রুর সঞ্চয়,
সেই কথা বলে চলি যুগান্তের অক্ষরেখার পথ ধরে।
সকল ইন্দ্রিয় কথা বলে ওঠে আচমকা জ্যেতিস্কের
বিন্দু বিন্দু পুঞ্জে।
আমি মন্ত্রোচ্চারণ করে চলি বাতাসী সংকেতে
আশীর্বানী কবিতা হয়ে।
293 total views, 2 views today









