নিজস্ব প্রতিনিধি – ঝড়ের পূর্বাভাস আর নেই, ঘূর্ণিঝড় জাওয়াদ এখন নিম্নচাপে পরিণত হয়েছে। আর যার জেরে বঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর। এর ফলে, গাঙ্গেয় উপকূল সহ দক্ষিণবঙ্গে আগামী দু’দিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আরো জানা গেছে জাওয়াদের প্রভাবে রবিবার দিনভর বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। বিকেলে উপকূলের জেলাতে ৪০ কিমি হাওয়া বইবে।

এদিন সকাল থেকেই দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবারও কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার বিকেলের পর থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে।

 166 total views,  2 views today